Sylhet View 24 PRINT

সিলেট বিভাগে অনূর্ধ্ব-২০ ফুটবলে ৩০ জনের ‘ইয়েস কার্ড’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৭ ১৮:৪৫:৪৮

হবিগঞ্জ প্রতিনিধি :: সারাদেশে শেখ কামাল অনূর্ধ্ব-২০ বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে সিলেট বিভাগের ৩০ জন খেলোয়াড় ‘ইয়েস কার্ড’ পেয়েছেন।

বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আধুনিক স্টেডিয়ামে খেলোয়াড় বাছাইয়ে কয়েক শতাধিক ক্ষুদে ফুটবলার অংশ নেয়। সেখান থেকে সেরা ৩০ জন খেলোয়াড়কে ‘ইয়েস কার্ড’ দেয়া হয়। এই ৩০ জন ফুটবলারকে নিয়ে অনূর্ধ্ব-২০ সিলেট বিভাগীয় দল গঠন করা হবে।

ফুটবলার বাছাই উদ্বোধন করেন সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান নিপু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন আলমগীর।

এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশ ফুটবল র‌্যাংকিংয়ে ১৪০ থেকে ১৫০তম অবস্থানে ছিল। কিন্তু আজ সেটি ১৯৩তম অবস্থানে গিয়ে পৌঁছেছে। আজ বাংলাদেশ টিম ভুটানের সাথে পরাজিত হয়। এর কারণ ফুটবলকে অবহেলা করা হয়েছে।’
 
তিনি বলেন, ‘যারাই দায়িত্বে ছিলেন তারা সঠিক পৃষ্ঠপোষকতা করেননি। তারা এ বিষয়ে চরম উদাসীন ছিলেন। এ লজ্জা আমাদের পুরো জাতির। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলকে এগিয়ে নিতে হলে সারা দেশে প্রতিযোগিতা করতে হবে। বাছাই করতে হবে। তা হলেই নতুন খেলোয়াড় তৈরী হবে। প্রতিযোগিতার মাধ্যমে ফুটবল এগিয়ে যাবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০১৯/ কেএস/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.