আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস পেতে চান মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-১৯ ১৪:০৬:৪৯

নিউজিল্যান্ড সফরটি মোটে ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এখন শঙ্কা হোয়াইওয়াশের। তবে টাইগার অধিনায়ক কিউদের হারিয়ে  আত্মবিশ্বাস পেতে চান। তৃতীয় ওয়ানডেতে কিউদের বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বুধবার ভোর ৪টায় সিরিজের শেষ ওয়ানডেতে ডানেডিনে মুখোমুখি হবে এ দু’দল।
মাশরাফি বলেন, আমার জানামতে ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য অনেক ভালো। এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতেছিল ৪৫ ওভারেই। আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব।

টাগার অধিনায়ক আরো বলেন, এখানে যেমন চেয়েছি তেমন করতে পারিনি সত্য। এখনও একটা ম্যাচ বাকি আছে, দেখা যাক কিছু আত্মবিশ্বাস জড়ো করা যায় কিনা।

এদিকে বাংলাদেশের সামনে এখন প্রধান সমস্যা একাদশ সাজানো। কারণ ইনজুরিতে ইতোমধ্যে ছিটকে গেছেন গত দুই ম্যাচের রান পাওয়া মোহাম্মদ মিথুন। উইকেট কিপার কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়েও রয়েছে শঙ্কা। এখন দেখা যাগ শেষ ম্যাচে জয়ের বন্দরে পৌঁছাতে পারে কিনা বাংলাদেশ।

সৌজন্যেঃবিডি-প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন