আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

এবার মহাবিপদে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৪ ০১:২১:৩৩

কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানকে বয়কট করতে গিয়ে উল্টো বিপাকে পড়লো ভারত।

পাকিস্তানি শ্যুটারদের ভিসা না দেওয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি।

নিষেধাজ্ঞা অনুযায়ী, আপাতত ভারতে অলিম্পিকের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না ভারতীয়রা। কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৯ জনেরও বেশি ভারতীয় পিআরপিএফ সদস্য নিহত হওয়ার জের পাকিস্তানি শ্যুটারদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় ভারত।

উল্লেখ্য, শনিবার (আজ) থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে শুটিং বিশ্বকাপ।

অলিম্পিক কমিটি জানিয়েছে, ‘ভারত নিয়মভঙ করেছে। খেলাধুলোর মধ্যে রাজনৈতিক বিষয় টেনে আনা উচিত নয়। প্রত্যেক ক্রীড়াবিদকে সমান চোখে দেখতে হবে। ভারতকে চিঠি লিখে অলিম্পিক কমিটিকে জানাতে হবে যে, তারা সব প্রতিযোগীকে আসতে দিতে চায়। তারপরই ভারত প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পাবে।’


শেয়ার করুন

আপনার মতামত দিন