আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জন্মদিনে পুরনো দলের মুখোমুখি সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৪ ১৫:১৪:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। আর তাই নিউজিল্যান্ড সফর করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। চোট কাটিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত অবস্থান করছেন সাকিব। রোববার নিজের ৩২তম জন্মদিনে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামছে। প্রতিপক্ষ আগের দল কলকাতা নাইট রাইডার্স।

দুই দলই এবারও প্লে-অফে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। দীনেশ কার্তিকের দল কিভাবে কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের দলকে সামলায় সেটাই দেখার।

দুই দলের স্পিন আক্রমণই দারুণ শক্তিশালী। ইডেনের স্লো পিচে দুই দলই ফায়দা তুলতে পারে। কারণ ইডেনে কম স্কোরের খেলা হবে বলে মনে করা হচ্ছে।

ডেভিড ওয়ার্নারকে স্কোয়াডে পাওয়াটাই সবচেয়ে বড় খবর। যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি কনুইতে সার্জারি হওয়া অজি ওপেনারকে শনিবার অনুশীলনে দেখা যায়নি। আর  উইলিয়ামসনকে একাদশে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

হায়দরাবাদ দলে ভালো বিদেশি খেলোয়াড় বেশি রয়েছে। দলের দুই তারকাকে না পেলে জনি বেয়ারস্টো ও সাকিব আল হাসানকে দেখা যেতে পারে স্কোয়াডে। এছাড়া সানরাইজার্স একাদশে অটোমেটিক চয়েজ হিসেবে থাকবেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

এদিকে সাকিবের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে হায়দরাবাদের দলটির টুইটার পেজে। এতে বলা হয়, তোমার জন্মদিনের সেরা পুরস্কার কি হতে পারে, জানো তো? অর্থাৎ জয় ছাড়া কিছুই ভাবছে না ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ওয়ান ও টুতে।

কলকাতা নাইট রাইডার্স

দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, জো ডেনলি, লকি ফার্গুসন, ক্রিস লিন, রবীন উথাপ্পা, হ্যারি গুর্নলি, কুলদীপ যাদব, পীযূষ চাওলা, নীতীশ রানা, রমলেশ নাগরকোটি, শিবম মাভী, শুভমান গিল, রিঙ্কু সিং, শ্রীকান্ত মুন্ডে, নিখিল নায়েক, এনরিচ নর্টইয়ে, পৃথ্বী রাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

সানরাইজার্স হায়দরাবাদ

কেন উইলিয়ামসন, মনীশ পাণ্ডে, মার্টিন গাপ্টিল, রিকি ভুঁই, ডেভিড ওয়ার্নার, দীপক হুডা, মোহম্মদ নবি, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, শ্রীবৎস গোস্বামী, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, টি নটরাজন, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম
সিলেটভিউ ২৪ডটকম/২৪ মার্চ ২০১৯/এমএইচআর

 সৌজন্যেঃ আর টিভি নিউজ

শেয়ার করুন

আপনার মতামত দিন