Sylhet View 24 PRINT

প্রথম বাংলাদেশি হিসেবে ইডেনে ঘণ্টা বাজালেন সাকিব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৪ ১৮:১৪:৫৭

ইডেন গার্ডেন্সে ২০১৬ সাল থেকে ঘণ্টা বাজানোর প্রচলন হয়। সেখানে প্রথম ঘণ্টার বাড়িটা রেখেছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচেও ঘণ্টা বাজানো হয়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আজকে ঘণ্টা বাজান সাকিব আল হাসান।
ঘণ্টা বাজানোর রীতি প্রথম চালু লর্ডসে। ইংল্যান্ডে লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি কর্তৃক পাঁচ মিনিট ধরে ঘণ্টা বাজানোর রীতি ২০০৭ সালে চালু হয়। প্রায় এক দশক পর ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সও সেটি প্রচলন করে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘণ্টা বাজিয়ে ইডেন গার্ডেন্সে ঘণ্টার প্রচলন করেছিলেন।

আইপিএলের ১২তম আসরের দ্বিতীয় ম্যাচ এটি। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ
ডেবিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মানিশ পান্ডে, দিপাক হুদা, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, ভুবেনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দ্বীপ শর্মা, রশিদ খান, সিদ্ধার্থ কাউল।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ
ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুবমান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসুন, প্রাসিধ কৃষ্ণা

সিলেটভিউ ২৪ডটকম/২৪ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.