Sylhet View 24 PRINT

বাংলাদেশ-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ভাবছে বিসিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৭ ০০:৪১:২৬

বাংলাদেশ ও বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করা হবে বিশ্ব একাদশ। যে দলের বিপক্ষে লড়বে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তবে, বিষয়টি একেবারেই প্রাথমিক অবস্থায় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

মঙ্গলবার নাজমুল হাসান পাপন বলেছেন, ‘হতে পারে। কী করলে মাক্সিমাম দেশের খেলোয়াড়, শুধু মাক্সিমাম দেশের খেলোয়াড় না, নাম করা খেলোয়াড় যারা আছে তাদেরকে কীভাবে আনা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আলাপ করছি। যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এখন কিছু কমিট করা তো প্রশ্নই ওঠে না।’

তিনি আরো বলেন, ‘প্রথমে আমরা চাচ্ছি আইসিসির স্বীকৃতি। তাহলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তী কাজ হচ্ছে বড় বড় দেশের সাথে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের অংশগ্রহণ নিশ্চিত করা। তারপর আমাদের দেখতে হচ্ছে কোথায় ফাঁকা আছে, যেখানে সবাই ব্যস্ত না এবং তাদের সেরা খেলোয়াড়দের পাওয়া সম্ভব। তারপর নির্ভর করবে সেরা খেলোয়াড়রা আমাদের এখানে আসতে চায় কিনা। আমরা চেষ্টা করছি সবচেয়ে আকর্ষণীয় একটা খেলা বাংলাদেশে করার জন্য।’

ফতুল্লা স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘মাঠে কিছু কাজ বাকি আছে। আমরা আগে থেকেই বলছিলাম এটা আমাদের দিয়ে দিতে। আমাদের দিয়ে দিলে এটার রক্ষণাবেক্ষণ, মেইন্টেন্যান্স, যা যা লাগে আমরা করে দেব। এখন এটা এনএসসি করছে, ওরা অনেক দেরি করছে। আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। সমস্যার সমাধান না হলে আমরা আন্তর্জাতিক খেলা দিতে পারছি না। সেই জন্য আমরা বুয়েটকে নিযুক্ত করেছি। এনএসসি করছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যতোটুকু পারি সাহায্য করছি। আশা করছি দ্রুত এটার সমাধান করবে পারব।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.