Sylhet View 24 PRINT

একজনের জন্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় দেরি হচ্ছে বিসিবির

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৭ ১৪:৪৯:০০

সিলেটভিউ ডেস্ক :: মাস দুয়েকও বাকি নেই। এরপরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ইতিমধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চূড়ান্ত দল ঘোষণা আসেনি বাকি দেশগুলো থেকে।

এদিকে ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশ দলে কারা থাকছেন-এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।

যদিও বাংলাদেশের স্কোয়াড প্রায়ই চূড়ান্ত। তবে মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান নিয়ে দ্বিধায় ভূগছেন নির্বাচকরা।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।

তার এ বক্তব্যের পরেও যে কথাটি রয়ে গেছে, একটি জায়গা নিয়েই দ্বিধায় আছেন তারা। এ কারণেই দল ঘোষণা করা হচ্ছে না।

জানা গেছে, কোনো মিডল অর্ডার ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করে টাইগারদের বিশ্বকাপের স্কোয়াড পূর্ণতা দিতে চাচ্ছেন বোর্ড সভাপতি।

কেন দল ঘোষণায় দেরি করা হচ্ছে প্রশ্ন ছুঁড়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘মোটামুটি এখন সবই ফাইনাল। আমি জানি না কেন দল ঘোষণায় দেরি করছে। ১৫ নম্বরটা নিয়েই শুধু আলোচনা হতে পারে। আর এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করার আসলে কিছু নেই। আমার মতে অধিনায়ক, নির্বাচক, কোচ উনারা যাকে খুশি দিতে পারে। তেমন কোনো প্রভাব পড়বে না তাতে।’

তবে ১৫ নম্বর স্থানটিতে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান চান নাজমুল হাসান।

মিডল অর্ডারের দিকে জোর দেয়া জরুরি মন্তব্য করে তিনি যোগ করেন, ‘ওপেনিংয়ের জন্য তামিম, সৌম্য, লিটন আছে। আমাদের মিডল অর্ডারের দিকে একটু গ্যাপ আছে। উদাহরণ স্বরূপ- যদি মিঠুন কোনো কারণে খেলতে না পারে তবে ওর জায়গায় আসবে কে! অথবা সাব্বিরের জায়গায় কে আসবে?’

এর আগে আসন্ন বিশ্বকাপের টিকিট কারা পাচ্ছেন সে নামগুলো জানিয়েছিলেন বিসিবি প্রধান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্কোয়াড নিয়ে পাপন বলেন, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান থাকছে।

এদের বাইরে মোসাদ্দেক হোসেন সৈকত, ফরহাদ রেজা, জহুরুল ইসলাম অমি ও এনামুল হক বিজয়ের নাম নির্বাচকমণ্ডলীর মাথায় রয়েছে।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত মোসাদ্দেকের বিশ্বকাপ দলে থাকার সম্ভবনা বেশি বলে ইঙ্গিত দেন পাপন।

সেক্ষেত্রে ১৫ নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


সিলেটভিউ ২৪ডটকম/০৭ এপ্রিল ২০১৯/গআচ

সৌজন্যে: যুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.