Sylhet View 24 PRINT

আফ্রিদি ‘পাগল’ আমি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব : গম্ভীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৪ ২১:১৪:১৯

সিলেটভিউ ডেস্ক :: পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ‘পাগল’ বললেন ভারতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। আফ্রিদিকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।

সম্প্রতি শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ প্রকাশিত হয়। সেই বইয়ে গৌতম গম্ভীরের বিষয়ে একের পর এক বোমা ফাটানোর মতো তথ্য দেন বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
 
সেখানে শহীদ আফ্রিদি বলেন, ‘কিছু শত্রুতা ব্যক্তিগত, কিছু পেশাগত। গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা ব্যক্তিগত পর্যায়ের। গম্ভীর খুবই অহংকারী। তার মানসিকতায় সমস্যা আছে। তার কোনো ব্যক্তিত্ব নেই। সে এমন একটা বিরল চরিত্র, যাকে ক্রিকেটের বড় লজ্জা বলা যায়। তার আহামরি কোনো রেকর্ডও নেই। পুরোটাই অহংকার।’
শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে আফ্রিদির উদ্দেশে গম্ভীর লেখেন, ‘আফ্রিদি তুমি একজন উন্মাদ। আমরা উন্নতর চিকিৎসার জন্য পাকিস্তানকে এখনও ভিসা প্রদান করছি।’

এর পর আফ্রিদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি নিজে তোমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাব।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক বইতে আরও বলেন, ‘গম্ভীর এমন আচরণ করে, যেন সে ডন ব্র্যাডম্যান ও জেমস বন্ডের চেয়েও বড় কোনো তারকা। করাচিতে এরকম লোকদের আমরা 'সরিয়াল' বলি।’

প্রসঙ্গত, খেলোয়াড়ি জীবনে শহীদ আফ্রিদির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক সুখকর ছিল না। গম্ভীরের সঙ্গে নিজের সেই তিক্ত সম্পর্কের কথাটিই আত্মজীবনীতে নিয়ে এসেছেন আফ্রিদি।

আফ্রিদির লিখার ভার বইতে পারেননি গম্ভীর। মুখ ভেঙ্গে বেরিয়ে এলো ফাসাদের বাণী। দেখার বিষয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বাকযুদ্ধ কতদূর যায়।

এদিকে গম্ভীর ভারতের লোকসভার নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত। পূর্ব দিল্লিতে বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন তিনি। ইতোমধ্যে তিনবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেঁসেছেন। তবে এতো ব্যস্ততার মাঝেও আফ্রিদির সেসব মন্তব্যের পাল্টা জবাব দিতে এক মুহূর্ত সময় কম নেননি গম্ভীর।



সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/০৪ মে ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.