Sylhet View 24 PRINT

ভেট্টোরিকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৪ ১৩:১০:৫০

সিলেটভিউ ডেস্ক :: নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে উইকেট শিকারে কিউই কিংবদন্তিকে টপকে গেছেন তিনি।

অধিনায়ক হিসেবে ৮২ ম্যাচে ৯৫ উইকেট ছিল ভেট্টোরির। ২ উইকেট পেলেই তাকে পেছনে ফেলতেন মাশরাফি। সেখানে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ব্ল্যাক ক্যাপসদের সাবেক বাঁহাতি স্পিনারকে ছাড়িয়ে গেলেন তিনি। লাল-সবুজ জার্সিধারীদের দলনায়ক হওয়ার এখন পর্যন্ত ৯৭ উইকেট নিয়েছেন ম্যাশ।

এদিন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের সোনালি সময়ের তারকাকে ধরে ফেলেছেন তিনি। ৭৫ ওয়ানডেতে নড়াইল এক্সপ্রেসের উইকেট সংখ্যা এখন ৯৭। ওয়াকার ৬২ ম্যাচ খেলে সমানসংখ্যক উইকেট শিকার করেন।

দলপতিদের কৃতিত্বের এ তালিকায় মাশরাফির অবস্থান পাঁচে। ওয়াকারের স্থান চারে। শীর্ষে থাকা পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অধিনায়ক হিসেবে ১০৯ ম্যাচে খেলে পকেটে ভরেন ১৫৮ উইকেট। দক্ষিণ আফ্রিকাকে ৯৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে শন পোলক নেন ১৩৪ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।

তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইমরান খান। দলনায়ক হিসেবে ১৩৯ ম্যাচ খেলে ১৩১ উইকেট ঝুলিতে ভরেন তিনি।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৪ মে ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.