Sylhet View 24 PRINT

বৃষ্টির কারণে উইন্ডিজ-দ.আফ্রিকা খেলা বন্ধ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১০ ১৬:৫২:০৭

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপের ১৫তম ম্যাচে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। ৭.৩ ওভারে আকাশ ভেঙে অঝোর ধারে বৃষ্টি নামলে তা বন্ধ হয়ে যায়। এর আগে ২ উইকেটে ২৯ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ১৭ ও ডু প্লেসিস শূন্য রান নিয়ে ক্রিজে রয়েছেন। শুরু হওয়া মাত্রই আমরা আবার খেলায় ফিরে যাব।

সোমবার রোজ বোলে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ফলে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা শুভ হয়নি প্রোটিয়াদের। দলীয় ১১ রানে শেল্ডন কটরেলের বলে ক্রিস গেইলকে ক্যাচ দিয়ে ফেরেন নির্ভরযোগ্য ওপেনার হাশিম আমলা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই কটরেলের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এইডেন মার্করাম।

আসরে দুর্দান্ত শুরু করেছে ক্যারিবীয়রা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে ২ পয়েন্ট নিয়েছে তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শ্বাসরুদ্ধকর ছিল সেই লড়াই। অল্পের জন্য হেরে যায় তারা। ওই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের শিকার হন গেইল-রাসেলরা। যা নিয়ে বিতর্ক চলছেই।

এদিকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর ভারতের বিপক্ষেও শোচনীয় পরাজয় বরণ করে প্রোটিয়ারা। এর আগে ইংল্যান্ডের সামনেও দাঁড়াতেই পারেনি তারা। তাই সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ডু প্লেসিস বাহিনীর।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও বিওরেন হ্যান্ডরিক্স।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশানে থমাস।


সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১০ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.