Sylhet View 24 PRINT

এ ম্যাচটা পণ্ড হলে বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের: মাশরাফি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১০ ২১:০৩:২১

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসরে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। ফলে সেমিফাইনালে খেলার পথ বন্ধুর হয়ে গেছে। তাই লংকানদের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া তারা। তবে ভাবাচ্ছে ব্রিস্টলের বৃষ্টি। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা বলছেন, বৃষ্টিতে ম্যাচটি ভেসে গেলে বড় ক্ষতি হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম তিন ম্যাচের একটি ভেসে গেলে অত সমস্যা হতো না। তবে এ ম্যাচটা পণ্ড হলে বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। আশা করছি, আবহওয়া পূর্বাভাস যাই বলুক-ম্যাচটা যেন হয়।

শ্রীলংকার বিপক্ষে সবশেষ তিন দেখায় জিতেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এবং এশিয়া কাপে লংকানদের হারিয়েছে টাইগাররা। তবে বিশ্বকাপে তিনবারের দেখায় একবারও জয় পায়নি তারা। এ ম্যাচে জিততে হলে তাই রেকর্ড ব্রেক করতে হবে। এক্ষেত্রে সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।

তবে তামিম-মাহমুদল্লাহর মতো অভিজ্ঞদের ফর্ম চিন্তায় ফেলেছে বাংলাদেশকে। এমনকি মাশরাফির কাছ থেকেও সেরাটা পাওয়া যাচ্ছে না। অধিনায়ক বলেন, গ্যারান্টি-ওয়ারান্টি দিয়ে কেউ কখনো ভালো খেলতে পারে না। দলে সিনিয়রদের দায়িত্ব বেশি থাকে। সবাই সেটা অনুভব করছে। আমি নিজের পারফরম্যান্স নিয়েও খুশি নই।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১০ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.