আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিধ্বংসী রোহিতকে ফেরালেন হাসান আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৮:২৫:০১

সিলেটভিউ ডেস্ক :: দলীয় ২৩৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়েছে ভারতের। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিত শর্মাকে ফিরিয়েছেন হাসান আলী। ১১৩ বল খেলে ব্যক্তিগত ১৪০ রানে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ২৩৮/২।

এর আগে আজ রবিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

টস হেরে ভারতকে ব্যাটে পাঠালেও সুবিধা আদায় করতে ব্যর্থ হন পাকিস্তানি বোলাররা। ভারতের উদ্বোধনী জুটিতে এসেছে ১৩৬ রান। লোকেশ রাহুলকে আউট করে দীর্ঘ এই জুটি ভাঙেন ওয়াহাব রিয়াজ। বাবর আজমের হাতে ক্যাচ দেয়ার আগে ৭৮ বল থেকে ৫৭ রান করেন শেখর ধাওয়ানের বদলে উদ্বোধনী ব্যাট করতে আসা এই ব্যাটসম্যান। রোহিত শর্মার সঙ্গে যোগ দেন অধিনায়ক বিরাট কোহলি।

ব্যক্তিগত ১৪০ রানে আউট হওয়ার আগে অধিনায়ক কোহলিকে সঙ্গে করে ৯৮ রানের একটি জুটি গড়েন রোহিত শর্মা।

ভারত তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। অন্যদিকে চার ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট মাত্র ৩। এক ম্যাচ জিতে দুটিতে হেরেছে তারা। বৃষ্টিবিঘি্নত এক ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট।

বিশ্বকাপে ছয়বারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।


সৌজন্যে : ইত্তেফাক

সিলেটভিউ ২৪ডটকম/১৬ জুন ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন