Sylhet View 24 PRINT

ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেশ মানলেন না সরফরাজ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৮:৪৩:৩৪

সিলেটভিউ ডেস্ক :: ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সরফরাজ আহমেদকে একটা উপদেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ সেই উপদেশ মানলেন না। হ্যাঁ, অবাক হলেও এমনই সিদ্ধান্ত নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।

ইমরানের পরামর্শ ছিল, ‘যদি পিচ ভেজা না থাকে তাহলে টস জিতে অবশ্যই ব্যাটিং নিতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হলে দলে স্পেশাল বোলার-ব্যাটসম্যান রাখতে হবে।’
কিন্তু টস জিতার পরও ব্যাটিং না নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর উপদেশ মানেননি সরফরাজ। এর কারণ হিসেবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাই। গত তিনদিন ধরে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি হচ্ছে এবং কন্ডিশন খুবই ভালো বোলারদের জন্য।’ একই কথা বলেন বিরাট কোহলিও। তিনি বলেন, ''টস জিতলেও আমিও বোলিং নিতাম।''

যদিও সরফরাজের সিদ্ধান্তের প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের বোলাররা। উল্টো পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।


সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৬ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.