Sylhet View 24 PRINT

সেমিফাইনালে উঠতে টাইগারদের প্রয়োজন ৩টি জয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১২:৫৮:৫৮

সিলেটভিউ ডেস্ক :: ইংল্যান্ড বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকার আট নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এর ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকলো মাশরাফি বিন মর্তুজার বাহিনী।

সেমিফাইনাল সামনে রেখে বাংলাদেশের সামনে রয়েছে ৪টি ম্যাচ। যদি টাইগাররা এর সবগুলো ম্যাচ জিতে তাহলে আর কোন সমীকরণেরই দরকার হবে না। সোজা চলে যাবে সেমিফাইনালে। এমনকি ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। কারণ পয়েন্ট টেবিলে নিচে থাকা কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।
চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার উপরে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড সেমির দৌঁড়ে এগিয়ে। তবে টাইগারদের কাছে পরাজিত ক্যারিবিয়দের সেমিতে খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে। পরবর্তী খেলায় (২০ জুন) বাংলাদেশের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া।পরের ম্যাচ ২৪ জুন লড়তে হবে র‍্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।

সোমবার বিশ্বকাপের সেমির আশা জিয়ে রাখতে বাঁচা-মরা লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ম্যাচজয়ী (১২৪) রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস। সূত্র : বিবিসি বাংলা

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/ ১৮ জুন ২০১৯/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.