Sylhet View 24 PRINT

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব-হরভজনরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৮ ১৯:২৯:৩৫

সিলেটভিউ ডেস্ক :: সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের করা ৩২১ রানের সংগ্রহ খুব সহজেই টপকে যায় বাংলাদেশ। সাকিব আল হাসানের ১২৪* ও লিটন দাসের ৯৪* রানের ইনিংসে ভর করে যখন জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা, তখনো নাকি ছিলো ৫১টি বল।

এমন দাপুটে জয়ের পর সারাবিশ্বের ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। প্রতিবেশী দেশ ভারত কিংবা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অথবা এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা- সব দেশের সাবেক তারকারাই বাংলাদেশের এ জয়ে অভিভূত।

তারা নিজেদের অনুভূতি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। এ আয়োজনে বিশ্বের উল্লেখযোগ্য ক্রিকেট বিশ্লেষকদের টুইটগুলো তুলে ধরা হলো:

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল সত্যিই দারুণ ক্রিকেট খেলছে। তাদের ভালো খেলতে দেখা আনন্দের। টাইগারদের উত্থান অব্যাহত।’

বাংলাদেশের সাবেক সহকারী কোচ ইয়ান পন্ট লিখেন, ‘সাকিব আল হাসানের সবচেয়ে বড় একটা গুণ হলো, সে শোনে এবং শিখে। এক কথায় নীরব ঘাতক। তার প্রাপ্য সম্মানের পুরোটা এখন পাচ্ছে। আমরা করবো জয়, দারুণ একটি জয়। টাইগাররা গর্জন করছে। ওদের জন্য অনেক খুশি আমি।’

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে লিখেন, ‘আজকের ব্যাটিং পারফরম্যান্সটা বাংলাদেশের অন্যতম সেরা নজির ছিল। আমি তাদের খেলা অনেকদিন ধরেই দেখছি। নান্দনিক সব শটে দুর্দান্ত এক সেঞ্চুরি করল সাকিব।’

প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ফ্রেডি উইল্ডি বলেন, ‘এটা বাংলাদেশের অসাধারণ এক জয়। তারা ৫১ বল হাতে রেখেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতে গেলো। শুধু জিতেইনি, তারা নেট রানরেটটাও বাড়িয়ে নিয়েছে। সাকিব আল হাসান হয়তো বাংলাদেশের হয়ে এর চেয়েও ভালো ইনিংস খেলেছে কিন্তু এটার মতো প্রভাববিস্তারী ইনিংস আর নেই।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার লিখেন, ‘বাংলাদেশ দলের অন্যতম সেরা একটা পারফরম্যান্স। ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে খেলেছে, তাতে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এভাবেই ব্যাটিং বিপর্যয় এড়িয়ে বড় লক্ষ্য তাড়া করতে হয়।’

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং বাংলায় টুইট করে লিখেন, ‘খুউউউউব ভালো। সাকিব আল হাসানের দুর্দান্ত এক সেঞ্চুরি।’

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক সাজ সাদিক লিখেন, ‘বিশ্বকাপে খেলছে (অ্যারন) ফিঞ্চ, (বিরাট) কোহলি, (ডেভিড) ওয়ার্নার, (রোহিত) শর্মা, (কেন) উইলিয়ামসন, (স্টিভেন) স্মিথ, (জেসন) রয়, (জস) বাটলারররা। কিন্তু বর্তমানে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে ব্রিলিয়ান্ট সাকিব আল হাসান।’

ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ টাইগারদের পারফরম্যান্সে নিজের মুগ্ধতার কথা জানিয়ে লিখেন, ‘বাংলাদেশ জিতেছে। তারা এত বড় লক্ষ্যটা যত সহজে তাড়া করে ফেলল, আমি সত্যিই অভিভূত। নিজের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পথে দায়িত্ব নিয়ে খেলেছে সাকিব। তবে তরুণ লিটন যতোটা পরিণত ব্যাটিং করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’

আরেক সাবেক ভারতীয় তারকা পেসার ইরফান পাঠান লিখেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু, এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ রান তাড়ার নজির। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য।’



সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/ ১৮ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.