আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

যেখানে এগিয়ে আছে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৯ ১০:১৫:৫২

সিলেটভিউ ডেস্ক :: দেখতে দেখতে মাঝ পথে চলে এসেছে বিশ্বকাপ। বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। দুটি করে জয়-পরাজয় ও একটি পরিত্যক্তের স্বাদ পেয়েছেন টাইগাররা।

সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন তারা। যে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। এ পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

বল হাতেও বিশ্বকাপের দ্বাদশ আসরে এখন পর্যন্ত ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে সেরা দশে আছেন দুজন- মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

সোমবার উইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা পাঁচ বোলারের তালিকায় ঠাঁই পেয়েছেন সাইফ। একই দিনে ক্যারিবীয়দের ৩ উইকেট নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার ফিজ।

সব মিলিয়ে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। তবে সেরা দশে নেই ভারতের কোনো বোলার।

অবশ্য বিশ্বকাপ মিশনই দেরিতে শুরু করেছে টিম ইন্ডিয়া। স্বভাবতই এক ম্যাচ কম খেলেছে কোহলি বাহিনী। সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

বিশ্বকাপে সেরা ১০ বোলার

বোলার-ম্যাচ-উইকেট-সেরা-গড়-ইকোনমি

মোহাম্মদ আমির (পাকিস্তান)-৪-১৩-৫/৩০-১৩.০৭-৪.৭২

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)-৫-১৩-৫/৪৬-১৯.১৫-৫.৪১

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)-৫-১১-৩/৩৩-১৮.৮১-৪.৪৮

জোফরা আর্চার (ইংল্যান্ড)-৫-৯-৩/২৭-১৮.৩৩-৪.৭৩

মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ)-৪-৯-৩/৭২-২৭.৫৫-৭.২৯

লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড)-৩-৮-৪/৩৭-১২.৩৭-৩.৮৮

ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)-৫-৮-৪/২৯-২৫.৬২-৫.৫৪

ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)-৩-৭-৪/৪৭-১৮.০০-৫.১৭

মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-৪-৭-৩/৫৯-৩৫.৫৭-৭.০৮

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/১৯ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন