Sylhet View 24 PRINT

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: আবহাওয়ার পূর্বাভাসে কী আছে?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৯ ১৭:৫৮:২২

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করলেও আবহাওয়া বৈরী থাকার আশঙ্কা রয়েছে।

টাইগাররা উইন্ডিজকে হারিয়ে উষ্ণ মেজাজে থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেছে। স্থানীয় সময় বিকাল ৫টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়।

এখানেই বৃহস্পতিবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে ফুরফুরে মেজাজে থাকলেও আবহাওয়ার ওপরে ভাগ্য নির্ভর করবে টাইগারদের।

নটিংহ্যামে অস্ট্রেলিয়ার ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।

এমন ম্যাচকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস বলছে ভিন্ন কথা। মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ মেঘে ঢাকা আর ঝিরঝিরে বৃষ্টি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ক্রিক ট্রাকার বলছে, ইনিংসের জন্য এটা খুব ভালো একটা খবর বয়ে আনবে না। সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, পুরো আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। এর মধ্যে খুব ভালো ভাগ্য হলে সূর্যের দেখা মিলতে পারে। আবহাওয়া থাকবে ঠাণ্ডা। তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আদ্রতা খুব ভালো হওয়ার সম্ভাবনা নেই।



সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ ২৪ডটকম/ ১৯ জুন ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.