আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে টাইগার ভক্তরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২৪ ১৫:০০:৩০

সিলেটভিউ ডেস্ক :: সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে মরিয়া বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না মাশরাফি বিন মর্তুজার দল। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। এরপর বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ব্যাপারে টাইগারদের আশা বেড়ে যায়। পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা আফগানিস্তানকে হারাতে আজ সোমবার সাউদ্যাম্পনে মাঠে নামবে বাংলাদেশ।

এই মুহূর্তে ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩২২ রান তাড়া করে ম্যাচ জিতেছে বাংলাদেশ, মাত্র ৪১.‌৩ ওভারে। অস্ট্রেলিয়ার কাছে হারলেও ৩৮২ তাড়া করে ৩৩৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। বাংলাদেশ ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ সাকিব আল হাসান রয়েছেন দুর্দান্ত ফর্মে। পাঁচ ম্যাচে তার রান ৪২৫। আর ২৩ রান করলেই ওয়ার্নারকে টপকে সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় শীর্ষে চলে যাবেন সাকিব।
চলতি বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে রান পেয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে রানে ফিরেছেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করেছেম মুশফিকুর রহিম। অর্ধশতক করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯ বলে ৯৪ রান করে নিজের জাত চিনিয়েছেন লিটন দাস। তারপরও এতে কোনো সন্দেহ নেই যে, আফগানিস্তানের বিপক্ষে আজ সাকিবের ব্যাটের দিকে চেয়ে থাকবেন টাইগার ভক্তরা।

অন্যদিকে, ৬টা ম্যাচের প্রতি ম্যাচেই হেরেছে আফগানিস্তান। শনিবার অবশ্য তারা যথেষ্ট বেগ দিয়েছিল ভারতকে। জয়ের কাছাকাছি চলেও গিয়েছিল। গুলবাদিন নাইবের দল চাইবে বাংলাদেশকে হারিয়ে পয়েন্টের খাতা খুলতে। এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জয়ী চারবার, আফগানিস্তান জিতেছে তিনটি।

গত বিশ্বকাপে অবশ্য দুই দলের সাক্ষাতে বাংলাদেশ জিতেছিল। আজ সেই ম্যাচের বদলার পাশাপাশি আফগান অধিনায়ক গুলবাদিন চাইবেন দেশের হয়ে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখতে। ৪৩ রান করতে পারলেই একদিনের আন্তর্জাতিকে গুলবাদিন পূর্ণ করবেন এক হাজার রান।

এদিকে, গতকাল রবিবার প্র‌্যাকটিসের সময় চোট পান বাংলাদেশের স্পিনার মেহদি হাসান। নেটে অধিনায়ক মাশরাফির বলে শট নেন সাব্বির রহমান। বল গিয়ে লাগে মেহদির মাথায়। পাশে প্যাড পরছিলেন তিনি, সাব্বিরের পরে ব্যাট করবেন বলে। তবে চোট পরীক্ষার পর তা গুরুতর নয় বলেই জানিয়ে দেন বাংলাদেশের টিম ফিজিও। মেহদি পরে নেটে ব্যাট করতে চাইলেও তাকে বিশ্রাম নিতে বলেন ফিজিও। কোচ স্টিভ রোডসও জানান, ভাল আছেন মেহদি।

সৌজন্যে : বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/২৪ জুন ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন