আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শুরুর ধাক্কা কাটিয়ে এগোচ্ছে নিউজিল্যান্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৪ ১৭:৩৯:৫৫

সিলেটভিউ ডেস্ক :: নিকোলস-উইলিয়ামসনের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে দু’জনে মিলে গড়েছেন অর্ধশত রানের জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৮.২ ওভারে ১ উইকেটে ৮২ রান। হেনরি নিকোলস ৩৯ ও কেন উইলিয়ামসন ১৬ রানে মাঠে অপরাজিত আছেন।

রোববার (১৪ জুলাই) বিকেলে ৩টা ১৫ মিনিটে ক্রিকেটের তীর্থস্থানখ্যাত লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় ১৫ মিনিট দেরিতে অনুষ্ঠিত হয় টস।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা চ্যানেল ও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ২৯ রানেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম পর্বে কেবল মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে ৭৩ রান ছাড়া পুরো বিশ্বকাপে বলার মতো রান আসেনি তার ব্যাটে। সে ব্যর্থতার ধারাই ধরে রাখলেন ফাইনালেও। মাত্র ১৯ রানেই ফিরে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এর আগেও একবার আম্পায়ার্স কলে আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে যান গাপটিল। কিন্তু দ্বিতীয়বার আবারও রিভিউ নিলেও এবার আর বাঁচতে পারেননি। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান গাপটিল।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি কোনো দলই। দু’দলই খেলবে তাদের সেমিফাইনালের একাদশ নিয়ে।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।


সৌজন্যে : পূর্বপশ্চিম

সিলেটভিউ ২৪ডটকম/১৪ জুলাই ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন