আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাচ্চারা, খেলাধুলা করো না: জিমি নিশাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৫ ১৬:০৬:২২

সিলেটভিউ ডেস্ক :: লর্ডসে রবিবার হয়ে গেল অবিশ্বাস্য এক বিশ্বকাপ ফাইনাল। মূল ম্যাচ ড্রয়ের পরে সুপার ওভারও ড্র! পরে ভাগ্য নির্ধারণ হয় বাউন্ডারিতে। কিউইদের কাঁদিয়ে শিরোপা নিজেদের করে নিল ইংলিশরা। ভেজা চোখে মাঠেই বসে পড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

এমনই ক্ষত নিয়ে সামাজিক যোগাযোগের মধ্যম টুইটারে এক বার্তা দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। টুইটারে তিনি লেখেন, ‘বাচ্চারা, খেলাধুলা করো না। তার চেয়ে বরং বেকিং বা অন্যকিছু করো, ৬০ বছর বয়সে মোটা এবং হাসিখুশিভাবে মারা যাও।’
উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেটে ব্যাট করতে নেমে ২৪১ রানেই থামে ইংল্যান্ড। টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেও স্কোর সমান- দুদলেরই সংগ্রহ দাঁড়ায় ১৫ রান করে। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে বিজয়ী হন ইংলিশরা। স্বপ্নভঙ্গ হয় কিউইদের।


সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৫ জুলাই ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন