আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আইসিসি'র এ নিয়ম পাল্টাতেই হবে: ব্রেট লি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৫ ১৯:৪১:৪৪

সিলেটভিউ ডেস্ক :: লর্ডসে নিউজিল্যান্ডের ভাগ্য আসলেই তাদের পক্ষেই ছিল না। ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড।

এদিকে, দুর্দান্ত ক্রিকেট খেলেও নিউজিল্যান্ডের শিরোপা হাতছাড়া হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। তাদের কাঠগড়ায় আইসিসির অভিনব নিয়ম। এ নিয়েই প্রশ্ন তোলে বসেছেন খোদ অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি।
সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি বলেন, ইংল্যান্ডকে অভিনন্দন। দুর্ভাগ্য নিউজিল্যান্ডের। তাদের জন্য সমবেদনা। বিজয়ী বেছে নিতে এটি খুব বাজে পদ্ধতি। এ নিয়ম পাল্টাতেই হবে। এখন সেটি না বলে থাকতে পারছি না।

উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেটে ব্যাট করতে নেমে ২৪১ রানেই থামে ইংল্যান্ড। টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেও স্কোর সমান- দুদলেরই সংগ্রহ দাঁড়ায় ১৫ রান করে। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে বিজয়ী হন ইংলিশরা। স্বপ্নভঙ্গ হয় কিউইদের।


সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৫ জুলাই ২০১৯/গআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন