আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

যে কারণে টিম ইন্ডিয়ার কোচ হতে পারবেন না সৌরভ গাঙ্গুলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৮ ০৯:৪০:২৪

সিলেটভিউ ডেস্ক :: ২ বছর আগে রবি শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে বেছে নিয়েছিল শচীন, সৌরভ এবং লক্ষ্মণের উপদেষ্টা কমিটি। বর্তমানে তারা আর কেউই ওই পদে নেই। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ এবং সাপোর্টস্টাফ নিয়োগের জন্য গত মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই। কিন্তু কোহলিদের হেড কোচ হওয়ার জন্য আবেদন করতে পারবেন না সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বোর্ডের বিজ্ঞাপণে ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে-
(১) কোহলিদের দায়িত্ব নিতে হলে দু'বছর টেস্ট খেলিয়ে দেশের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা প্রয়োজন। অথবা অ্যাসোসিয়েট দেশ, আইপিএল বা সমতুল্য কোনো আন্তর্জাতিক লিগ কিংবা প্রথম শ্রেণির দল কিংবা জাতীয় এ দলের হয়ে অন্তত তিন বছর হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

(২) ৩০টি টেস্ট কিংবা ৫০টি একদিনের ম্যাচ খেলে থাকতে হবে।

(৩) অবশ্যই বয়স হতে হবে ৬০-এর নিচে।

দুই এবং তিন নম্বর শর্ত দুটি সৌরভ গাঙ্গুলী পূরণ করলেও প্রথম শর্তটি পূরণ করতে পারছেন না তিনি। কারণ কোচিংয়ের অভিজ্ঞতা তেমনভাবে নেই তার। ২০১৯ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে ছিলেন সৌরভ। আর তাই কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন করতে পারবেন না সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।


সৌজন্যে: বিডি-প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/১৮ জুলাই ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন