Sylhet View 24 PRINT

ভারতের দিনেশ কার্তিককে ক্রিকেট বোর্ডের শোকজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৭ ১৯:৫৯:২৭

সিলেটভিউ ডেস্ক :: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চুক্তি ভঙ্গ করায় শোকজ করা হয়েছে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিককে। আগামী সাতদিনের মধ্যে বোর্ডকে জবাব দিতে হবে কার্তিককে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলা চলছে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের মধ্যে। সেই ম্যাচে ত্রিনবাগো ড্রেসিংরুমে দেখা যায় কার্তিককে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের পাশেই বসেছিলেন দিনেশ কার্তিক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটার অনুমতি ছাড়া বিদেশের কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ কিংবা উপস্থিত থাকতে পারেন না। এই নির্দেশ লঙ্ঘন করেছেন কার্তিক। তাই বোর্ড শোকজ নোটিশ পাঠিয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কার্তিক। নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দল ত্রিনবাগো নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি মালিক। এই দলের খেলা দেখতেই ক্যারিবীয় দ্বিপপুঞ্জে ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন কার্তিক। কিন্তু বোর্ডের অনুমতি না নেয়ায় তাকে শোকজ করা হয়েছে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/০৭ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.