Sylhet View 24 PRINT

দেখাতে চেয়েছিলাম আমরাও টেস্ট খেলতে পারি : জাজাই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৮ ২০:৪২:৩৪

সিলেটভিউ ডেস্ক :: সবে গত বছর টেস্ট ক্রিকেটে নিজেদের পথচলা শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল দেশটি। কিন্তু ঘুরে দাঁড়ায় পরের ম্যাচেই এবং হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে। আর এবার তারা চেপে ধরেছে প্রায় দুই দশক ধরে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশ ক্রিকেট দলকেও।

ম্যাচের শেষদিন অবিস্মরণীয় এক জয়ের জন্য মাত্র ৪ উইকেট পেলেই হবে আফগানদের। অন্যদিকে বাংলাদেশের করতে হবে আরও ২৬২ রান। এমতাবস্থায় সফরকারিদের জয় কেবল সময়ের ব্যাপারই বলা চলে। তাই তো চতুর্থ দিন শেষে উৎফুল্ল অবস্থায় সংবাদ মাধ্যমে কথা বলে গেলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই।

ম্যাচে এগিয়ে থাকার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা এখন বেশ খুশি। কারণ ম্যাচে ভালো একটা অবস্থানে রয়েছি আমরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো খেলেছে, কোনো ম্যাচ হারেনি (আসলে জিম্বাবুয়ের কাছে হেরেছে গত বছর)। তাই যেহেতু আমরা ভালো করছি, উত্তেজনা তো কাজ করছেই। আগামীকাল (সোমবার) আমাদের সামনে ভালো একটা সুযোগ রয়েছে।’

ম্যাচ শুরুর আগেই স্পষ্ট ছিলো দুই দলের স্পিন শক্তির পার্থক্য। ম্যাচের মধ্যে দেখা গিয়েছে ব্যাটসম্যানদের টেম্পারমেন্টের ফারাকটাও। বিদেশের মাটিতে খেলতে এসে আফগানিস্তান যেখানে দেখিয়েছে ধৈর্য্যের পরিচয়, সেখানে নিজেদের মাঠে হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

এদিকে আলোকপাত করে জাজাই বলেন, ‘আমি মনে করি, পার্থক্যটা হলো যে আমরা ব্যাটিংটা ভালো করেছি। প্রস্তুতিতে আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের ব্যাটিং কোচ নওরজ মঙ্গল দারুণ কাজ করেছেন আমাদের নিয়ে। আমাদের স্পিনারদের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেনই। তাই আমি মনে করি এটাই দুই দলের মধ্যে একটা বড় পার্থক্য ছিল।’

তবে শুধু ব্যাটিংটাই নয়, আফগানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে টসটাও গুরুত্বপূর্ণ ছিলো জানান জাজাই। তার ভাষ্যে, ‘আমরা পরিকল্পনা করছিলাম যে টসটা আমাদের জেতা উচিত। যা হলে ম্যাচের ৫০ ভাগ দখল আমাদের কাছে চলে আসবে। যে কারণে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম দিনে উইকেটে ব্যাট করা সহজ ছিল। এরপর স্পিনারদের বিপক্ষে খেলা খানিক কঠিন হয়ে যায়। বিশেষ করে আমাদের স্পিনাররা সবাই মানসম্পন্ন। যে কারণে তাদের এ উইকেটে সামাল দেয়া বেশ কঠিনই ছিল।’

ম্যাচের চারদিন শেষে জয় থেকে খুব কাছে রয়েছে আফগানিস্তান। এ বিষয়টা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা ব্যাপার বলে উল্লেখ করেন আফগান উইকেটরক্ষক। তার মতে, বিশ্বকে দেখানোর জন্য হলেও এ ম্যাচে ভালো করার প্রয়োজন ছিলো আফগানদের।

জাজাইয়ের বক্তব্য, ‘সত্যি বললে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। মানুষ জানে যে আমরা সীমিত ওভারের ক্রিকেটে ভালো খেলি। টেস্ট ক্রিকেটে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। এই ম্যাচে কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে দেখিয়েছি যে আমরাও টেস্ট খেলতে পারি। আমার মতে এটা ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়েও অনেক বেশি কিছু। আমরা ড্রেসিংরুমেও আলোচনা করেছি যে টেস্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখাতে চেয়েছিলাম, আমরাও টেস্ট খেলতে পারি।’


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/০৮ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.