আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নাইটহুড উপাধী পাচ্ছেন স্ট্রস-বয়কট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৭:৩৯:৫৯

সিলেটভিউ ডেস্ক :: বিশ্বকাপ ফাইনাল ও হেডিংলি টেস্টে অবিশ্বাস্য দুই ইনিংসের পর ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নাইটহুড উপাধী দেওয়ার জোরালো দাবি উঠেছিল। এবার নাইটহুড পাচ্ছেন না তিনি। তবে এবার ব্রিটেনের সম্মানসূচক নাইটহুড বা স্যার পদবিতে ভূষিত হচ্ছেন ইংল্যান্ডের সাবেক দুই তারকা ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস ও জিওফ বয়কট। ইংল্যান্ডের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী থেরেসা মে’র সুপারিশে এই সম্মান পাচ্ছেন তারা।

৭৮ বছর বয়সী বয়কট ইংলিশদের হয়ে ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ১০৮ টেস্ট খেলে ৮ হাজার ১১৪ রান করেছেন। এছাড়া ১৯৭৮ সালে মাইক বেয়ারলির ইনজুরিতে চারটি ম্যাচে নেতৃ্ত্বও দিয়েছেন তিনি।

অন্যদিকে, থ্রি-লায়ন্সদের দুটি অ্যাশেজ জিতিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরে নিয়ে যাওয়া স্ট্রস তার দলের ৫০ টেস্টে অধিনায়কত্ব করেছেন। আর জাতীয় দলের জার্সিতে ১০০ টেস্ট খেলা ৪২ বছর বয়সী এই তারকা ৪০.৯১ গড়ে ৭ হাজার ৩৭ রান করেছেন।

নিয়মানুযায়ী ইংল্যান্ডের প্রতিটি সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাইটহুডের একটি তালিকা দিতে পারেন। যা অনুমোদন দিতে হয় ক্যাবিনেট অফিসকে। যেখানে ক্রিকেট প্রেমী মে তার ৫৭ জনের তালিকাতে স্ট্রস ও বয়কটকে রেখেছেন।

কিছুদিন আগে ইংল্যান্ডের আরেক সাবেক হওয়া ক্রিকেটার অ্যালিস্টার কুক নাইটহুডে ভূষিত হয়েছিলেন।

সৌজন্যে : বিডি-প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন