Sylhet View 24 PRINT

দেশবাসীর দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৮:৩২:৩৫

সিলেটভিউ ডেস্ক :: এই তো আর ঘণ্টা দুয়েক। এরপরই বিশ্বকাপ বাছাই দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ আফগানিস্তান। খেলা হবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

জাতীয় ফুটবল দলের মধ্যমনি এখন ডেনমার্কের আলো-বাতাসে বেড়ে ওঠা এক যুবক। যার নাম জামাল ভূঁইয়া। ইউরোপের উন্নত জীবন রেখে এখন গায়ে জড়িয়েছেন গর্বের লাল-সবুজ জার্সি। মাঝমাঠের চালিকা শক্তি জামাল যোগ্যতা দিয়ে পরেছেন অধিনায়কের আর্মব্যান্ড।

এই জামাল ভূঁইয়ার গোলেই গত এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। প্রথমবারের মতো বাংলাদেশ প্রথম রাউন্ড টপকে উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠতে বাংলাদেশকে টপকাতে হয়েছে লাওস বাধা। লাওসের মাটিতে তাদের ১-০ গোলে হারিয়ে এবং ঢাকায় ড্র করে বাংলাদেশ উঠেছে দ্বিতীয় রাউন্ডে। যেখানে খেলতে হবে কাতার, ওমান, আফগানিস্তান আর ভারতের বিরুদ্ধে।

আজকের ম্যাচ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের ফুটবলামোদীরা। কি করবে বাংলাদেশ? শক্তিতে এগিয়ে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে জিতে কি বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করতে পারবে? উত্তর পাওয়া যাবে দুশানবের ৯০ মিনিট লড়াইয়ে।

কেবল ফুটবলামোদীরারই নয়, খেলোয়াড়রাও ম্যাচ নিয়ে শিহরতি। মধ্যমাঠের তরুণ ফুটবলার বিপলু আহমেদ যেমন নিজের ফেসবুক পেজে লিখেছেন- ‘যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা...। লক্ষ্যটা স্থির করেছি, আমরা সবাই কঠোর পরিশ্রম করে যাচ্ছি লক্ষ্যটা পূরণ করার জন্য।’

‘সবার কাছে দোয়া কামনা করি যাতে বিদেশের মাটিতে নিজ দেশের এবং নিজ দেশের ফুটবলের সম্মানটা রক্ষা করতে পারি’- অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক ওয়ালের মাধ্যমে দেশবাসীর দোয়া চেয়েছেন এভাবে।

জামাল ভূঁইয়া লিখেছেন-(We all have been waiting for today - the first World Cup qualifiers match in Tajikistan against Afghanistan. To all the beautiful people from Bangladesh - Have us in your hearts and pray for us. We will do our best Inshallah)।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.