Sylhet View 24 PRINT

প্রথম জয় বাংলাদেশের নারী হকি দলের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১২ ১১:১৭:৫৫

সিলেটভিউ ডেস্ক :: জুনিয়র এএইচএফ কাপেই বাংলাদেশ নারী হকি দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে। প্রথম জয় পেতেও খুব বেশি অপেক্ষা করতে হলো না তাদের। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সিঙ্গাপুরে এ আসরের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে জয় রিতু খানমদের। পরশু সেংক্যাং স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের মেয়েরা। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে দলকে প্রথম লিড এনে দেন তারিন আক্তার। তৃতীয় কোয়ার্টারে এই লিডটা ধরে রেখে শেষ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এটাও পেনাল্টি কর্নার থেকে, এবার গোল করেন ফারদিয়া আক্তার। শেষ পর্যন্ত এই ২-০ ব্যবধানেই ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা। টুর্নামেন্টে বাংলাদেশ আজ খেলবে হংকংয়ের বিপক্ষে। আসরের অন্য দুটি দল চায়নিজ তাইপে ও উজবেকিস্তান।

প্রথম জয় পেতেও খুব বেশি অপেক্ষা করতে হলো না তাদের। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথম টুর্নামেন্ট বলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ এই মেয়েদের সামনে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে তারিন আক্তাররা এখন আত্মবিশ্বাসী। দলের হয়ে প্রথম গোলটি করে রোমাঞ্চিত তারিন টুর্নামেন্টে এখন আরো গোলের আশায়, ‘বাংলাদেশের প্রথম জয়ে আমি গোল পেয়েছি, ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। সামনের ম্যাচগুলোতেও আমি এই পারফরম্যান্স ধরে রাখতে চাই, আরো গোল করতে চাই।’ মাঠে বসে মেয়েদের এই জয় উপভোগ করা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদও এই জয়েই অনুপ্রেরণা খুঁজছেন মেয়েদের হকি নিয়ে, ‘মেয়েদের হকিটা সবে আমরা শুরু করলাম। শুরুর টুর্নামেন্টে এই সাফল্য মেয়েদের হকি নিয়ে কাজ করতে আমাদের অনুপ্রেরণাই জোগাবে।’

সৌজন্যে : কালের কণ্ঠ

সি‌লেট‌ভিউ২৪ডটকম/১২‌সে‌প্টেম্বর২০১৯/মিআচৌ


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.