আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শেখ হাসিনা স্টেডিয়াম হবে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম : বিসিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১২ ০০:৩৫:১৩

দর্শক প্রত্যাশার চাপ মেটাতে গত বছর নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করে বিসিবি। ইতোমধ্যেই সেই স্টেডিয়ামের জায়গা, নাম ও নির্ধারণ হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামানুসারে ৫০ হাজার দর্শক ধারণ সম্পন্ন এই স্টেডিয়াটি নির্মাণ হলে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম হিসেবে স্বীকৃত পাবে বলে মনে করছে বিসিবি।

গতকাল বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় বিপিএল ইস্যু নিয়ে আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ কতদুর এগিয়েছে  সে ব্যাপারেও আলোচনা হয়।

পরে এ ব্যাপারে বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম গণমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য স্থপতি নিয়োগের জন্য আমরা ইওআই দিয়েছি । যেসব প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে তাদের আমরা লিপিবদ্ধ করেছি এটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে আমরা এগুচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে স্টেডিয়াম হতে যাচ্ছে তা আন্তর্জাতিক মানের এবং এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি লাভ করবে।’

শেয়ার করুন

আপনার মতামত দিন