আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ঢাকায় আসছে ব্রাজিল, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১২ ১১:৫২:৩৮

সিলেটভিউ ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছে তারা। পিছিয়ে নেই দেশের খেলাধুলার অভিভাবক ক্রীড়া মন্ত্রণালয়ও।

মুজিববর্ষকে সামনে রেখে ইউরোপের পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ঢাকায় আনার পরিকল্পনা করছে তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছরকে মুজিববর্ষ নামে অভিহিত করা হয়েছে। তাই মুজিববর্ষকে রাঙাতে ফুটবলে থাকবে নানান রকম চমক। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে বাংলাদেশে আনার কথাও চলছে। এ ছাড়াও ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলেও আসতে পারেন বাংলাদেশে। মুজিববর্ষে স্পেনের ক্লাব দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

সৌজন্যে :সময়
সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৯/মিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন