আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভারত সফরে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৭ ২০:৩৭:৩৭

সিলেটভিউ ডেস্ক :: আসন্ন ভারত সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, স্পিনার আরাফাত সানি ও পেসার আল-আমিন হোসেন।

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে তামিম ইকবালের নেতৃত্বে শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ দল। কলম্বোতে অনুষ্ঠিত সেই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দেশে ফিরে দুই মাসের ছুটি নেন তামিম।

ছুটিতে থাকার কারণে ঘরের মাঠে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

তামিম ইকবাল ছাড়াও দলে ফিরেছেন আরাফাত সানি ও আল আমিন হোসেন। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সানি-আল আমিন আবারও দলে ফিরলেন।

তবে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে তরুণ উদীয়মান ক্রিকেটার নাঈম শেখের। তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন