আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সাকিবের নেতৃত্বেই ক্রিকেটারদের ধর্মঘটের ডাক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২১ ১৬:১৪:৪৪

সিলেটভিউ ডেস্ক :: পারিশ্রমিকসহ নানা ইস্যুতে বিসিবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহরা- জমায়েত হয়েছেন মিরপুরে একাডেমি ভবনের সামনে।

১১ দফা দাবি নিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে বক্তব্য রাখেন ক্রিকেটাররা। যদিও ক্রিকেটাররা নিজেদের দাবিগুলো একএকজন আলাদা আলাদাভাবে তুলে ধরেন মিডিয়ার সামনে।

দুপুর পৌনে ৩টার দিকে জাতীয় পর্যায়ের সব ক্রিকেটার এসে জমা হন বিসিবি একাডেমির সামনে। তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আসেননি। আশা করা হচ্ছে, তিনিও যোগ দিতে পারেন ক্রিকেটারদের এই আন্দোলনে।

এই আন্দোলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন টেস্ট ও টিচ-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মিডিয়ার সামনে শুরুতে কথা বলেন সাকিব। এরপর একে একে ক্রিকেটাররা ১১ দফা দাবি তুলে ধরেন। এই দাবি না মানা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। শুধু তাই নয়, শঙ্কায় বিপিএল, চলমান এনসিএলসহ ক্রিকেটের নানা কার্যক্রম হুমকির মুখে পড়ে গেলো।


সৌজন্যে : জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/২০ অক্টোবর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন