আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৬ ১৭:৫৫:৩৭

সিলেটভিউ ডেস্ক :: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যে ৮টি জিতেছে টিম ইন্ডিয়া এবং ১টিতে জয় পেয়েছেন টাইগাররা। গেল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের হারান তারা।

ভারতের বিপক্ষে এটিই প্রথম জয় বাংলাদেশের। দেশটির মাটিতেও প্রথম জয় টাইগারদের। ঐতিহাসিক জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে তারা। ব্যাকফুটে টিম ইন্ডিয়া। স্বভাবতই সিরিজ জয়ে চোখ লাল-সবুজ জার্সিধারীদের।

এ লক্ষ্যে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে বাংলাদেশ। আবার পরিবর্তনও আসতে পারে। সেটা অবশ্য নির্ভর করবে রাজকোটের উইকেটের ওপর। কারণ, এখানকার পিচ হয় ব্যাটিংবান্ধব।

অতীতে এ মাঠে গড়ে ১৭০-১৮০ রান উঠছে। তাই উইকেট দেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দরকার হলে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবেন সফরকারীরা।

এ ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। কারণ, তাদের সামনে অনেক বড় সুযোগ। এ সিরিজ জিততে পারলে টাইগারদের অনেক বড় অর্জন হবে।

সিরিজে ফিরতে মুখিয়ে ভারতও। এজন্য দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন মেন ইন ব্লুরা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৬ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন