Sylhet View 24 PRINT

পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৮ ১৮:১১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে পরাজয় এড়ানোর ম্যাচেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ১৫০ রান করেও ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।

শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের গতির মুখে পড়ে ৮ উইকেটে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইফতেখার আহমেদ।

এছাড়া ওপেনার ইমাম-উল-হক করেন মাত্র ১৪ রান। পাকিস্তানের বাকি ৮জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে রিচার্ডসন শিকার করেন ১৮ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সেন অ্যাবোর্ট।

সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৮ নভেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.