আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মাহমুদউল্লাহর মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন ইরফান পাঠান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৯ ১৭:৪৩:৫৫

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মধ্যে সাবেক ভারত ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ছায়া খুঁজে পেলেন ইরফান পাঠান। তিন ম্যাচ টি- টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ রোববার হবে নাগপুরে। এর আগে এমন মন্তব্য করলেন সাবেক ভারতীয় পেসার।

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে পরের ম্যাচে যাচ্ছেতাইভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। এতে যারা জিতবে তারাই শিরোপায় চুমু আঁকবে।

নাগপুরের ম্যাচের বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়কের ভূয়সী প্রশংসা করে পাঠান বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে নজর কেড়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচ চলাকালীন তিনি যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছেন তা খুব কার্যকরী।

মাহমুদউল্লাহর এ ছোট পরিবর্তনগুলো দেখেই পাঠানের মনে পড়ে যাচ্ছে ধোনির কথা। তিনি বলেন, তার নেতৃত্বের মধ্যে ধোনির ক্যাপ্টেন্সির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লের পর পার্টটাইম বোলারদের আক্রমণে আনতেন ধোনি। মাহমুদউল্লাহও একইভাবে খণ্ডকালীন বোলারদের ব্যবহার করছেন।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৯ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন