আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিপিএলে খেলার জন্য লিংক খুঁজছেন ভারতীয়রা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১০ ২০:২০:০১

সিলেটভিউ ডেস্ক :: ১১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। তার আগে ১৭ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের তালিকা চূড়ান্ত। সেই তালিকায় নিজের নাম কোন ক্যাটাগরীতে রয়েছে, তা জানতে আগ্রহী ক্রিকেটাররা ফোন দিচ্ছেন নির্বাচকদের।

ভারত সফরে গিয়ে এই সমস্যায় পড়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সংবাদ মাধ্যমকে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, কী করব বলুন, খেলোয়াড়রা বারবার ফোন করে বলছে, আমি বিপিএলে কোন গ্রেডে আছি স্যার? আমি কয়জনের উত্তর দেব। ৪০০ ক্রিকেটার আছে। তালিকা না দেখে আমি কি সবার গ্রেড বলতে পারব?

তিনি আরও বলেন, যেসব দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেসব দেশে খেলোয়াড়দের নিবন্ধনের নিয়ম রয়েছে। শুধু আমাদের নেই। নিবন্ধন করার সুযোগ থাকলে গ্রেডিং নিয়ে এত ধোঁয়াশা থাকত না।

বিপিএলে গ্রেড জানতে ভারত সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররাই নন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও আগ্রহের শেষ নেই।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মুনাফ প্যাটেল আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন, বিপিএলে নিবন্ধন করার লিংক পাব কোথায়? জবাবে বলেছি, আমার নিজেরই লিংক নেই, তোমাকে কীভাবে লিংক দেব।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১০ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন