আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বঙ্গবন্ধু বিপিএল: লড়াইয়ের শুরুতেই সিলেট-চট্টগ্রাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২৫ ১৯:৫৯:১১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষেই বিপিএলে এবার তাঁর (বঙ্গবন্ধু) নাম যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, আগামী ১১ ডিসেম্বর ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিসিবি জানিয়েছে, গেল আসরের মতো এবারও বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে। এবারের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে। বিপিএলের ফাইনাল হবে ১৭ জানুয়ারি।

এবার বিপিএলে প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এ ম্যাচ শেষ হবে বিকাল সাড়ে ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৫টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিটে শেষ হবে।

তবে শুক্রবারে দিনের প্রথম ম্যাচ বেলা ২টায় শুরু হবে, শেষ হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টা ২০ মিনিটে শেষ হবে।

বিসিবি জানিয়েছে, এবার বিপিএলে প্রথম পর্বে ঢাকায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮টি ম্যাচ হবে। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্ব শুরু হয়ে শেষ হবে ২৪ ডিসেম্বর। এতে ম্যাচ হবে ১২টি।

এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল। ঢাকায় দ্বিতীয় পর্বে ৮টি ম্যাচ হবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিপিএল সিলেট পর্ব শুরু হবে ২ জানুয়ারি। ৪ জানুয়ারি পর্যন্ত এখানে তিন দিনে ম্যাচ হবে ৬টি। পরে ঢাকায় ফিরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।

সিলেটভিউ২৪ডটকম/২৫ নভেম্বর ২০১৯/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন