আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হিজাব পরেই ‘বছরের সেরা’ গোল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১০:৩২:২৪

সিলেটভিউ ডেস্ক :: ফিফার নারী ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল টুইটারে নয় সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল হিজাব পরা তরুণী ফুটবল খেলছেন।

এক তরুণী স্ট্রাইকার গোল করার জন্য বলে শট মারলেও শেষ পর্যন্ত গোল হয়নি। কিন্তু উঁচু করে মারা বলটি শেষ পর্যন্ত বাস্কেটবল পোস্টের ভিতরে ঢুকে যায়। ফিফার মতে এটি বছরের সেরা গোল!

ভিডিওটি পোস্ট করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা) লিখেছে, একজন ফলোয়ার আমাদের এই ভিডিওটি পাঠিয়ে অনুরোধ করেছেন এটিকে যেন ‘বছরের সেরা গোল’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সত্যিই তাই!

ফিফার পোস্ট করা সেই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। ফুটবলপ্রেমিদের অনেকেই ভিডিটির নিচে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন।

একজন সমর্থক লেখেন, হে আল্লাহ! এটা কী একটা গোল!

আরেকজন লেখেন, ওরা সবাই যেভাবে হাসিতে গড়িয়ে পড়ল তা দেখে আনন্দ পেলাম।

অন্য একজন লেখেন, দারুণ! অভিনন্দন নারী ফুটবলারদের!

সৌজন্যে :: যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন