আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নেপালকে হারালেই ফুটবলের ফাইনালে বাংলাদেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৭ ২১:৫৭:৩১

সিলেটভিউ ডেস্ক :: এসএ গেমস ফুটবলে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ভুটান। চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট তাদের। তিন ম্যাচ খেলা নেপালের পয়েন্ট ৭ ও বাংলাদেশের ৪। আগামীকাল বাংলাদেশ ও নেপাল খেলবে লিগভিত্তিক শেষ ম্যাচ। ড্র করলেই ফাইনালে নেপাল আর বাংলাদেশের জয় ছাড়া কোনো পথ খোলা নেই।

ভুটান আগে কখনো ফুটবলের শেষ চারে উঠতে পারেনি। সেই ভুটান এবার ফাইনালে। ঐতিহাসিক স্বর্ণ থেকে একটি জয় দূরে দাঁড়িয়ে তারা। ১০ ডিসেম্বর ফাইনালে ভুটান প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পাচ্ছে, তা নির্ভর করছে রোববার বাংলাদেশ ও নেপাল ম্যাচের ওপর।

শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে পয়েন্ট হবে নেপালের সমান ৭। তখন হেড টু হেড ফলাফল বিবেচনায় ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আর নেপাল জিতলে তো কথাই নেই, এমন কি ড্র করলেও উঠে যাবে ফাইনালে।

বাংলাদেশ লিগ ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরে যায়, মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবং শ্রীলংকাকে ১-০ গোলে পরাজিত করে। অন্য দিকে নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে ১-১ গোলে ড্র করে শ্রীলংকার সাথে। তৃতীয় ম্যাচে ২-১ গোলে হারায় মালদ্বীপকে।

সৌজন্যে :: জাগোনিউজ২৪
সিলেটভিউ২৪ডটকম/০৭ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন