Sylhet View 24 PRINT

এসএ গেমস: শ্রীলঙ্কাকে হারিয়ে নারী ক্রিকেটারদের স্বর্ণজয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৮ ১৫:৩০:২২

সিলেটভিউ ডেস্ক :: সাউথ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার নেপালের পোখরা শহরের রঙ্গশালা স্টেডিয়ামে স্বর্ণ জয়ের লক্ষ্যে মাঠে নামে পুরো টুর্নামেন্টে দাপট দেখানো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করতে পারে। তবে বোলারদের দাপটে বোলিং ও দলের নিয়ন্ত্রিত ফিল্ডিংয়ে লঙ্কানদের ৮৯ রানে বেধে দেন সালমা-জাহানারারা।

লো-স্কোরিং এই ম্যাচে বাংলাদেশের বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ে বিধ্বস্ত হয় প্রতিপক্ষ শিবিরের ব্যাটসম্যানরা। অধিনায়ক হারশিথা মাধবী সর্বোচ্চ ৩৩ বলে ৩২ রান করেন। লিহিনি অপসরা করেন ২৫ রান। তবে নিলকশনা সন্ধামিনী ১০ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশ বোলারদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট পান নাহিদা আকতার। এছাড়া জাহানারা আলম, সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা একটি করে উইকেট পান।

দুর্দান্ত বল করার সুবাদে ম্যাচ সেরা হন নাহিদা আকতার।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৮ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.