আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সোমা বিশ্বাসের পর এবার আর্চারিতে স্বর্ণ জিতলেন সোহেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১২:০৪:৩৪

সিলেটভিউ ডেস্ক :: সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। নারী ইভেন্টে সোমা বিশ্বাসের পর এবার আর্চারিতে পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন সোহেল রানা।

এর আগে দিনের শুরুতেই আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন সোমা বিশ্বাস। আর্চারিতে এ নিয়ে ৮টি সোনার পদক পেল বাংলাদেশ। আর সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণপদক হলো ১৬টি। চলমান আসরে আর্চারির প্রতিটি ইভেন্টেই অংশ নিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ।

দেশের বাইরে এসএ গেমসে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে ৭টি স্বর্ণপদক ছিল সেরা অর্জন। তবে সব মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা সাফল্য এর মধ্যেই হয়ে গেছে। ১৯৯৩ আসরে ১১টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সামনে আছে ২০১০ সালে জেতা ১৮টি স্বর্ণ জেতার রেকর্ড। এবার হয়তো আগের সব রেকর্ড ভেঙে যাবে সহজেই।

সৌজন্যে :: বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন