Sylhet View 24 PRINT

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সমালোচনায় আসিফ নজরুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৮:০২:১২

সিলেটভিউ ডেস্ক :: হোম অব ক্রিকেট মিরপুরে রোববার হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তার সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ। দুজনই মঞ্চে পারফর্ম করেন।

এছাড়া জমকালো এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভারতের কণ্ঠশিল্পী সনু নিগাম।

তবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার দুপুরে নিজের নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, বঙ্গবন্ধুকে কীভাবে সম্মান দেখাতে হবে তা উনার দল সম্ভবত জানে না। বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন আলামত দেখে সেটাই মনে হলো।

ঢাবির এই অধ্যাপক বলেন, বঙ্গবন্ধুকে সম্মান করা মানে তার প্রাণপ্রিয় দেশ, এর মানুষ, ভাষা আর ঐতিহ্যকে সম্মান করা। এর মানে বিভিন্নভাবে ভারতকে মাথায় তোলা না।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৯ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.