আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটকে ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র গিবসের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ১০:৪১:০১

সিলেটভিউ ডেস্ক :: ক্যারিয়ারে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন হার্সেল গিবস। বিপিএল দিয়ে শুরু করছেন প্রধান কোচের দায়িত্ব পালন। নতুন দায়িত্বের শুরুতে সিলেট ঠান্ডার্সকে ভয়ডরহীন ক্রিকেট খেলার মন্ত্র দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার।

গিবস রোববার সিলেটের দায়িত্ব বুঝে নিতে বাংলাদেশে এসেছেন। সোমবার তার অধীনে অনুশীলন করে দল। অনুশীলন শেষে গিবস জানান, প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য আলাদা কোন অনুভূতি হচ্ছে না তার। ক্রিকেট জীবনে তিনি অনেক তেজ নিয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারেও তার অনুভূতি একই।

তিনি বলেন, 'ক্যারিয়ারে ভয়ডরহীন ক্রিকেট খেলেছি। কোচ হিসেবেও দলের ক্রিকেটারদের মধ্যে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদের দলের অনেক ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। এই বিপিএলটা তাদের জন্য বড় মঞ্চ। আমি চাই তারা তাদের সামর্থ্যে বিশ্বাস রাখুক এবং নিজেদের প্রমাণ করুক।'

নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে হার্সেল গিবস বলেন, 'আমি মনে করি আরও দশ বছর ক্রিকেট খেলতে পারতাম। অবশ্যই আমি মনে করি, খেলার জন্য এখনও যথেষ্ঠ তরুণ আমি।'

সৌজন্যে : সমকাল

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন