আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট থান্ডার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১১ ১৪:০১:০৮

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে আগে ব্যাটিং করবে সিলেট থান্ডার। বুধবার দুপুর দেড়টায় গড়াবে দুই দলের খেলা।

চট্টগ্রামের স্কোয়াডে রয়েছেন ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্সদের মতো বিদেশি তারকা। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়ররা আছেন দলটিতে।

তবে চট্টগ্রামের প্রথম কয়েকটি ম্যাচে থাকছেন না মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ইডেন টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি এ অভিজ্ঞ ক্রিকেটার। ফলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

মাহমুদউল্লাহর পাশাপাশি এই ম্যাচে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। থাকছেন না লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস।

সিলেট থান্ডারও যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। বিদেশিদের মধ্যে আছেন আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ সামি, শিরফানে রাদারফোর্ড, জনসন চার্লস, জীবন মেন্ডিসরা। এ ছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজীরা।

নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে উন্মাদনার শেষ নেই দেশের ক্রিকেটপ্রেমীদের। এর আঁচ পাওয়া গেছে গেল রোববার উদ্বোধনী অনুষ্ঠানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধনীতে উপচেপড়া ভিড় দেখা গেছে শেরেবাংলায়।

অনুষ্ঠান সফল করতে আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার লিগের মূল লড়াই দেখার প্রতীক্ষায় দর্শকরা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, মুসা খান ও চ্যাডউইক ওয়ালটন।

সিলেট থান্ডার স্কোয়াড

মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুয়েল মিয়া, এবাদত হোসেন, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, শেলডন কটরেল, মোহাম্মদ সামি ও আন্দ্রে ফ্লেচার।

সৌজন্যে : যুগান্তর

সিলেটভিউ২৪ডটকম/১১ ডিসেম্বর ২০১৯/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন