আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

‘কোহলিরা রাজনৈতিক উদ্দেশে আর্মি ক্যাপ পরেছিল’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ২১:৪৯:০৫

সিলেটভিউ ডেস্ক :: ভারতীয় ক্রিকেটাররা যে ক্যাপ পরে বিতর্কিত হয়েছিলেন, সেই আর্মি ক্যাপ পরেই রোববার রাওয়ালপিন্ডতে পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার টেস্ট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ।

আর্মি ক্যাপ পরা প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, পাকিস্তান আর্মির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমি এই ক্যাপ পরেছি। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি ছোট থেকেই পাকিস্তানের আর্মিতে যোগ দিতে চেয়েছিলাম। সেটা হয়ে ওঠেনি। আর্মির প্রতি আমার ভালোবাসা আজও অটুট। তবে ভারতীয় ক্রিকেটাররা আর্মি ক্যাপ পরেছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে।

চলতি বছরের মার্চে কাশ্মীর নিয়ে যখন প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত সমস্যা চরম পর্যায়ে ঠিক তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাঁচিতে আর্মি ক্যাপ পরে খেলতে নামে ভারত।

ভারতীয় ক্রিকেটারদের আর্মি ক্যাপ পরা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। কোহলিদের শাস্তি চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতীয় ক্রিকেটারদের আর্মি ক্যাপ পরা নিয়ে সেই সময় কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররাও। অথচ সেই ক্যাপ পরেই খেলার মাঠে উপস্থিত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন