আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

অবসর ভেঙে তিন বছর পর দলে ফিরলেন ব্রাভো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৩ ১৯:০৪:৩৩

সিলেটভিউ ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো অবসর ভেঙে তিন বছর পর জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন। বুধবার থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের এই সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে ফেরানো হয়েছে ব্রাভোকে।

২০১৬ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ডোয়েন ব্র্যাভো। জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণে হতাশায় বিদায় বলে দেন ব্রাভো। অবসর ভেঙেই তিন বছরেরও বেশি সময় পর জতীয় দলে ফিরছেন ক্যারিবিয়ান এ অলরাউন্ডার।

ডোয়েন ব্রাভোকে দলে ফেরানো প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, ডেথ ওভারে ব্রাভো দুর্দান্ত বোলিং করার সক্ষমতা রাখে। রেকর্ডও ওর পক্ষে। তাছাড়া ব্রাভোর অভিজ্ঞতাও আমাদের দরকার আছে। বলতে পারেন বোলিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যেই তাকে দলে ফেরানো হয়েছে।

শুধু ডেথ ওভারে বোলিংয়ের জন্যই নয়, ব্যাটিংয়ের জন্যও নির্ভরতার এক নাম ব্রাভো।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন