আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিপিএলে টুর্নামেন্ট ও ম্যাচ সেরা আন্দ্রে রাসেল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৮ ০৯:৪৯:০৮

সিলেটভিউ ডেস্ক :: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে রাজশাহী রয়েলস।

শুক্রবার ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছে রাজশাহী। এবারের বিপিএলে (টুর্নামেন্ট) সেরা খেলোয়াড় ও ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।বিপিএলে কোনও বিদেশি অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জেতেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার।

টুর্নামেন্টজুড়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দ্রে রাসেল। ফাইনালে খুলনার বিপক্ষেও ছিলেন উজ্জ্বল। ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ অলরাউন্ডার। ব্যাট হাতে তিন ছক্কায় ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বল হাতেও ছিলেন সফল। ৪ ওভার বল করে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। মুশফিকুর রহিমের মতো গুরুত্বপূণ উইকেটটি তুলে নেন। তাই ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন তিনি।

শুধু ফাইনাল সেরা নয়, অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে বিপিএলের সেরা খেলোয়াড়ও হয়েছেন আন্দ্রে রাসেল। ১৩ ম্যাচ খেলে ৫৬ দশমিক ২৫ গড়ে ১৮০ স্ট্রাইকরেটে করেছেন ২২৫ রান। যার মধ্যে একটি অর্ধ-শতক রয়েছে। বল হাতে সমান ম্যাচে ৮ দশমিক ৭৫ ইকোনোমিতে নিয়েছেন ১৪টি উইকেট। তাই সিরিজ সেরা পুরস্কারটিও উঠেছে তার হাতেই।

সৌজন্যে : বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন