আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মুশফিকের বাড়ির লোকও তো পাকিস্তানে খেলে এসেছে: পাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৫ ১৭:৩৪:২৯

সিলেটভিউ ডেস্ক :: বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে এরই মধ্যে দু'দফায় পাকিস্তান সফর করে এসেছে টাইগাররা। তৃতীয় দফায় আগামী এপ্রিলে আরও একবার পাকিস্তান সফরে যাওয়ার কথা তামিম-মুমিনুলদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশা এবারের সফরে পূর্ণশক্তির দল নিয়েই যেতে পারবে টাইগাররা। সেক্ষেত্রে গতবার পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিমকেও পেতে চাই বিসিবি।

এমনটাই যেন মঙ্গলবার বলতে চাইলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তৃতীয় দফার পাকিস্তান সফরের দলে মুশফিক যাবেন কি না?- এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দিতে না পারলেও মুশফিকের ভায়রা মাহমুদুল্লাহ পাকিস্তান সফর করে আসায় এবার মুশফিকও সাহস পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মুশফিক যাবেন এমন প্রত্যাশা রেখে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আশা করছি ও (মুশফিক) যাবে। শুধু সে না প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি আমি ব্যক্তিগভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এ সময় মাহমুদুল্লাহর পাকিস্তান সফরের কথা মনে করিয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিকের বাড়ির লোকও তো খেলে আসছে। তো মাহমুদুল্লাহর কিছু হয়ে গেলে, পরিবারের কিছু হতো না? শুধু ওর (মুশফিক) বেলায়ই পুরো পরিবারের কান্নাকাটি? শুধু ওর ব্যাপারেই চিন্তিত? বিষয়টা কি এমন কিছু? মুশফিক এখন মাহমুদুল্লাহর কাছ থেকেও শুনতে পারে যে, ওখানে (পাকিস্তান) কী অবস্থা বা কী হয়েছে?’

শুধু তাই নয়, মুশফিক) চাইলে সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, বিসিবির কাছ থেকে পাকিস্তানে নিরাপত্তার বিষয়টি শুনতে পারে। তাহলে তার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, 'পাকিস্তান একটা ভিন্ন ইস্যু। মুশফিক নিজে থেকে (না যাওয়ার কথা) বলেছে আমাদের, কাউকে আমরা জোর করিনি। আমি মনে করি সবার সাথে কথাবার্তা বলে ওর এবার যাওয়া উচিত।’

সৌজন্যে : বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২৫ ফেব্রুয়ারি ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন