আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

সৌম্যর নাম ভুলে বাদ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৯ ১৭:৪৫:১২

সিলেটভিউ ডেস্ক :: অনেক পরিণত, অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি নবীন, তরুণরা আছেন এবারের চুক্তির তালিকায়। অথচ ১৬ জনের তালিকায় নেই সৌম্য সরকারের নাম।

তার অনেক পরে জাতীয় দলে আসা নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, নাইম শেখ আর আফিফ হোসেন ধ্রুবও কোন না কোন ক্যাটাগরি, না হয় লাল কিংবা সাদা বলে বোর্ডের সাথে চুক্তিতে ঠাঁই পেয়েছেন।

কিন্তু বিস্ময়করভাবে কোথাও জায়গা হয়নি সৌম্য সরকারের। অথচ দেশের হয়ে এরই মধ্যে ১৫ টেস্ট (এক শতরান ও চার অর্ধশতকসহ ৮১৮ রান), ৫৫ ওয়ানডে (দুই সেঞ্চুরি আর ১১ হাফ সেঞ্চুরিসহ ১৭২৮ রান) এবং ৪৮ টি-টোয়েন্টি (৪৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরি সহ ৮০৩) খেলে ফেলা সৌম্য সরকারের কোথাও জায়গা হয়নি।

শেষ খবর, সৌম্যকে অন্তর্ভুক্ত করা হচ্ছে চুক্তিতে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিয়েছেন এ তথ্য। নান্নু জানিয়েছেন, সৌম্য সরকারও বোর্ডের সাথে চুক্তিতে থাকবে। সাদা বলের চুক্তিতে তাকে রাখা হবে।

নান্নু বলেন, ‘২৪ জনের মধ্য থেকে কাটছাঁট করতে গিয়ে ভুলক্রমে সৌম্যর নাম বাদ পড়েছিল। এটা একান্তই ভুল একটি বিষয়। অন্য কিছু নয়। সে চুক্তিতে থাকবে এবং সাদা বলে ১৭ নম্বর সদস্য হয়েই থাকবে।’

সিলেটভিউ২৪ডটকম/৯ মার্চ ২০২০/জাগো নিউজ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন