Sylhet View 24 PRINT

আতঙ্কে আমরা যদি না খেলি, পেট চলবে কীভাবে: মুশফিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৩ ১৯:৫৩:২৬

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। বাংলাদেশ গেমস, আইপিএলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।

তবে ছোঁয়াছে এই ভাইরাস আতঙ্কের মধ্যেই রোববার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা লিগে খেলা প্রসঙ্গে আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, অনেক দেশে খুব তাড়াতাড়ি করোনাভাইরাস ছড়িয়েছে, আমাদের দেশেও কয়েকজন শনাক্ত হয়েছে, আমার কাছে মনে হয় যতটা সতর্কতা অবলম্বন করা যায় ভালো। আমরা খেলোয়াড়, যদি না খেলি, তাহলে পেট চলবে কীভাবে?

জাতীয় দলের নিয়মিত এ পারফর্মার শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে আরও বলেন, সবাই যদি নিজ নিজ কর্তব্য পালন করে, সেটা শুধু নিজের নয়, অন্যরা উপকৃত হবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। আপনারা দেখেছেন কোথাও কোথাও খেলা চলছে, গ্যালারি খালি করে হলেও। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারি, তাহলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে। সবার আগে জীবন।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা ঢাকা লিগ নিয়েই বেশি ভাবছি।

ছোঁয়াছে এ ভাইরাস প্রসঙ্গে জাতীয় দলের তারকা পেসার আল-আমিন হোসেন বলেছেন, শোস্যাল মিডিয়ার মাধ্যমেই করোনাভাইরাসের কথা জানতে পেরেছি, সচেতন হওয়ারও চেষ্টা করছি। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর হয়তো নিজেদের মধ্যে সচেতনতা আরও বাড়বে। বুঝতে পারব আমাদের কী করতে হবে।

সৌজন্যে : বিসিবি
সিলেটভিউ২৪ডটকম/ ১৩ মার্চ ২০২০/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.