Sylhet View 24 PRINT

দুস্থদের খাবার দিলেন রুবেল, ধনীদের এগিয়ে আসার আহ্বান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৯:২৮:২১

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণ বাড়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ওষুধ, মাস্ক, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসে দাম বাড়িয়ে দিয়েছে। এই লোভী ব্যবসায়ীদের ধিক্কার জানিয়ে কদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েছেন রুবেল হোসেন।

বেশ প্রশংসা কুড়িয়েছে রুবেলের স্ট্যাটাস। ভারতীয় সংবাদমাধ্যমেও তাঁর স্ট্যাটাস উদ্ধৃতি করে খবর প্রকাশ হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুধু ফেসবুকে লিখেই নিজের দায়িত্ব সারেননি বাংলাদেশ দলের পেসার; জাতীয় এই দুর্যোগে আরও একটি মহতী উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তিনি।

কাল সন্ধ্যায় পিকআপভর্তি চাল-ডাল নিয়ে রুবেল মিরপুরের কিছু এলাকায় বের হন দুস্থ মানুষদের সহায়তা করতে। সন্ধ্যার সেই অভিজ্ঞতা আজ গণমাধ্যমকে বলছিলেন বাংলাদেশ দলের পেসার, ‘২১৫ প্যাকেট বিতরণ করেছি কাল। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেঁয়াজ, সাবান, লবণ, তেল ইত্যাদি। সামগ্রিক বিচারে এটা কিছুই নয়। তবুও কিছু মানুষের উপকার তো হলো।’ মহৎ এই কাজ করতে গিয়ে বিচিত্র এক অভিজ্ঞতাও হয়েছে রুবেলের, ‘কাল একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি। একজন ব্যক্তি এসেছেন প্যাকেট নিতে, পরে শুনি তিনি একটি ভবনের মালিক!’

একেক মানুষ একেক মানসিকতার হতে পারে। তবে রুবেলের আহ্বান কঠিন এই পরিস্থিতিতে বিত্তবানদের উদার মনে এগিয়ে আসতে হবে। যদি সবাই এগিয়ে আসেন যাঁর যাঁর জায়গা থেকে, দ্রুতই সম্ভব হবে করোনা মোকাবিলা করা, ‘আমাদের দেশে যারা বিত্তবান আছে তারা যদি একটু এগিয়ে আসেন, অনেক ভালো হয়। যা বুঝছি সামনের সময়টা খুব কঠিন। অনেক মানুষ রিকশা চালায়, অনেক ভিক্ষুক আছে, যারা এই সময়ে ভীষণ অসহায়। এদের সহায়তা করতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’

সৌজন্যে : প্রথম আলো
সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০ /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.